আজকাল ওয়েবডেস্ক: লাহোরের ঐতিহাসিক হুজুরি বাগে আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। ভারত নিজেদের ম্যাচগুলি খেলবে দুবাইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান মহসিন নাকভি প্রতিযোগিতার সূচি ফের একবার ঘোষণা করলেন। ১৯ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে।

 

জানা গিয়েছে, স্টেডিয়ামটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন করবেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। আরও জানা গিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারের কাজ শেষ হওয়ার পর এটি ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পিসিবি ও আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলের অধিনায়কদের সাংবাদিক সম্মেলন ও ফটোসেশন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

 

যা ১৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, ব্যক্তিত্ব, ক্রিকেট কিংবদন্তিদের আমন্ত্রণ জানানো হবে। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা লাহোরে এই আয়োজনে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। জানানো হয়েছে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইতে খেলবে। ফাইনালে উঠলেও ৯ মার্চ দুবাইতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।